আনন্দ ঘর ডেস্ক : বাহুবলীর দুর্দান্ত সাফল্যর পর পুরো ভারতজুড়েই খ্যাতিনামা তরকাদের তালিকায় নাম লেখান প্রভাস। তাঁর আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। করোনা লকডাউনের দীর্ঘকালীন বিরতি শেষে মাস খানেক আগেই শুটিং সেটে ফিরেছেন প্রভাস।
দিন কয়েক আগেই রাধা কৃষ্ণ পরিচালিত “রাধে শ্যাম” সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এবার শীঘ্রই শুরু করতে যাচ্ছেন প্রশান্ত নীল নির্মিত “সালার” সিনেমার শুটিং।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী-“চলতি মাসের ২৬ তারিখ থেকেই ভারতের গোদাবরীখানীতে শুটিং শুরু করবেন তিনি। ৩ সপ্তাহ সেখানে অবস্থান করার কথা রয়েছে তাদের।
বেশ কিছু অ্যাকশন সিন সহ সিনেমার গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যধারণ করবেন তাঁরা। সিনেমাটি পুরো ভারতজুড়ে ৫ টি ভাষায় মুক্তি দেওয়ার কথা রয়েছে”।
প্রসঙ্গত,লকডাউনের পর সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন প্রভাস। ওম রাউতের ‘আদিপুরুষ’ সহ আরও বেশ কিছু সিনেমায় নাম লিখিয়েছেন তিনি।
দিন কয়েক আগেই মহানতি পরিচালক নাগ আশ্বিনের সাথেও একটি নতুন সিনেমায় সাক্ষর করেছেন প্রভাস। সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করবেন দীপিকা পাডুকোন।