স্পোর্টস ডেস্ক: ডারবানে গতকাল শনিবার টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনেই বাংলাদেশকে থামিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। এরপর ৬৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে স্বাগতিকেরা। মোট ৭৫ রানে এগিয়ে থেকে আজ রোববার টেস্টের চতুর্থ দিন শুরু করেছে দক্ষিণ আফ্রিকা।
আজ চতুর্থ দিন বাংলাদেশের লক্ষ্য—যেভাবেই হোক দ্রুত থামাতে হবে দক্ষিণ আফ্রিকাকে। নয়তো লিডের সংখ্যা আরও বাড়িয়ে নেবে প্রোটিয়ারা। দ্রুত থামানোর পাশাপাশি রান চেকও দিতে হবে বাংলাদেশের বোলারদের। সে লক্ষ্য প্রতিফলনের আশায় মাঠে নেমেছে মুমিনুল হকের দল।
তরুণ ব্যাটার মাহমুদুল হাসান জয়ের রেকর্ডময় সেঞ্চুরিতে ডারবানে গতকাল তৃতীয় দিনের প্রায় আড়াই সেশন লড়াই করেছে বাংলাদেশ। তবুও টপকাতে পারেনি দক্ষিণ আফ্রিকার ইনিংস। প্রথম ইনিংসে ২৯৮ রান তুলতে পেরেছে বাংলাদেশ। ফলে ৬৯ রানের লিড পায় প্রোটিয়ারা।
গতকাল তৃতীয় দিনই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে দক্ষিণ আফ্রিকা। তবে বৃষ্টির বাগড়ার কারণে দিনের পুরো খেলা মাঠে গড়ায়নি। দিনের কয়েক ওভার বাকি রেখেই শেষ হয় তৃতীয় দিনের লড়াই।
তৃতীয় দিন শেষে বিনা উইকেটে দ্বিতীয় ইনিংসে ৬ রান তোলে দক্ষিণ আফ্রিকা। উইকেটে অপরাজিত আছেন দুই ওপেনার ডিন এলগার ও এরউইয়া।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৩৬৭ রানে থামায় মুমিনুল হকের দল। বিপরীতে প্রথম ইনিংসে ২৯৮ রান করেছে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করা মাহমুদুল হাসান জয় খেলেছেন ১৩৭ রানের ইনিংস। ৩২৬ বলে তাঁর ইনিংসে ছিল ১৫টি বাউন্ডারি ও দুটি ছক্কা। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেছেন লিটন দাস।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ৩৬৭
বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ৯৮/৪) ১১৫.৫ ওভারে ২৯৮ (জয় ১৩৭, তাসকিন ১, লিটন ৪১, ইয়াসির ২২, মিরাজ ২৯, খালেদ ০, ইবাদত ০*; অলিভিয়ের ১৫-৫-৩৬-১, উইলিয়ামস ১৮.৫-৩-৫৪-৩, হার্মার ৪০-১২-১০৩-৪, মহারাজ ৩৭-১৫-৬৫-০, এলগার ১-০-৮-০, মুল্ডার ৪-১-২৩-১)।
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ৪ ওভারে ৬/০ (এরউই ৩*, এলগার ৩*; খালেদ ১-০-১-০, মিরাজ ২-১-২-০, শান্ত ১-০-৩-০)।