গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
আজ দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। পরে তিনি ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কমনা করে দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন ।
শ্রদ্ধা জানানো শেষে মন্ত্রী বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন- “টুঙ্গিপাড়া পুণ্যভূমি, স্বাধীনতার তীর্থস্থান। এইখানে কবরে শুয়েই বঙ্গবন্ধু যেন জাতিকে দিকনির্দেশনা দিচ্ছেন। খুনীরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করলেও তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি। বঙ্গবন্ধু চিরঞ্জীব, তিনি মৃত্যুঞ্জয়ী, তিনি অমর। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু বাঙালি জাতির অনুপ্রেরণার উৎস হয়েই থাকবেন। ”
এর আগে দুপুরে মন্ত্রী সড়ক পথে টুঙ্গিপাড়া এসে পৌঁছলে জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আশেয়া সিদ্দিকাসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা তাকে স্বাগত জানান।
এ সময় গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুরাদ কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেলসহ কালিয়াকৈর আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।