নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত সি.এড প্রোগ্রামের ১৬২ টার্মের পরীক্ষা আগামী ১৭ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে শুরু হবে ।
এ পরীক্ষা শুধুমাত্র শুক্র ও শনিবার সকাল এবং বিকেলে অনুষ্ঠিত হবে। আগামী ১১ মার্চ ২০২৩ পর্যন্ত চলবে এই পরীক্ষা। সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র/উপ-আঞ্চলিক কেন্দ্র থেকে পরীক্ষার স্থান ও সময়সূচি জানা যাবে।
এছাড়া বাউবি’র ওয়েব সাইট (www.bou.ac.bd) থেকেও পরীক্ষার সময়সুচি জানা যাবে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহনেচ্ছুক শিক্ষার্থীগণকে আঞ্চলিক কেন্দ্র/উপ-আঞ্চলিক কেন্দ্রে যোগাযোগ করে আগামী ০৬/০২/২০২৩ তারিখের মধ্যে পরীক্ষায় অংশগ্রহনের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।