প্রতিনিধি, দিনাজপুর : দিনাজপুরের বিরামপুর উপজেলায় বাল্য বিয়ে দেয়ার চেষ্টার অভিযোগে এক কাজীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে বরকে জরিমানা করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাত ১১টায় বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের ন্যাটাশন গ্রামে বিয়ের বাড়ীতে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পরিমল কুমার এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে কাজী উপজেলার চেংমারী গ্রামের হুমাউন রেজার ছেলে নিকাহ রেজিষ্টার রেহান রেজা (৪৭)কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। একই সাথে বর নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের সেকেন্দার আলীর ছেলে রুবেল ইসলাম (২২)কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও পরিমল কুমার জানান, স্থানীয়ভাবে আমি খবর পাই যে ন্যাটাশন গ্রামে শরিফের কন্যা ও ষষ্ঠ শ্রেনীর ছাত্রী বৃষ্টি আক্তারের বাল্য বিয়ে অনুষ্ঠিত হচ্ছে। আমি তাৎক্ষনিক পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালাই। কিন্তু অভিযানের খবর পেয়ে বিয়ে বাড়ীর সকলে পালিয়ে যায়। আমাদের বোকা বানানোর জন্য নাবালিকা মেয়েকে সরিয়ে তার ভাবী বৌ সেজে বসে ছিল।
অভিযানের পূর্বেই কাজী নিকাহ রেজিষ্ট্রারে খসড়া লেখা শেষ করেছিল। পরে আমরা সেখানে কাজীকে ৬ মাসের কারাদন্ড ও বরের ২ হাজার টাকা জরিমানা করি। একই সাথে কনের বাবাকে ভবিষ্যতে নাবালিকা মেয়েকে বিয়ে দেয়ার চেষ্টা করবেন না বলে মুচলেকা প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত কাজীকে তাৎক্ষনিক পুলিশের কাছে সোপর্দ করা হয়।