ভোলা প্রতিনিধি: মায়ের বুকে সন্তানের পৃথিবীর সবচাইতে নিরাপদ আশ্রয়ের জায়গা সেই মাই সন্তানের খুনি বিশ্বাস করতে কষ্ট হয় তারপরেও বাস্তব কে অস্বীকার করি কি ভাবে।
আজ রোববার সকাল ৯টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে চেউয়াখালি গ্রামে শিশুটিকে নিজ ঘরে গলা কেটে হত্যা করে তার মা তানিয়া বেগম। নিহত শিশুর নাম তায়িবা ইসলাম মাওয়া। সে ওই এলাকার রাজমিস্ত্রী সবুজের মেয়ে।
পরে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য হাসপাতালের মর্গে নেওয়া হয়। এ সময় নিহত শিশুর মা তানিয়াকে আটক করেছে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির মা মানসিকভাবে ভারসাম্যহীন। এই ঘটনায় ভোলা থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, শিশুর মা তানিয়া বেগম মানসিকভাবে ভারস্যমহীন হওয়ায় নিজের সন্তানকেই দা দিয়ে গলাকেটে হত্যা করেছে। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল ধারালো অস্ত্রসহ নিহতের মরদেহ উদ্ধার করে। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানিয়া হত্যার দায় স্বীকার করেছেন। তবে কী কারণে নিজের মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।