মহেশপুর প্রতিনিধি : বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহের মহেশপুরে জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জৈষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২ জন্মদিন পালিত হয়েছে।
মহেশপুর উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন, মহেশপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক বুলু, ঝিনাইদহ জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব শরিফুল ইসলাম শরিফ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সেলিম, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর কাজী আতিয়ার রহমান, মহেশপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহেদ মেহবুব রঞ্জু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির, উপজেলা আওয়ামী যুব লীগের যুগ্ম আহবায়ক ইয়াকুব আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এম এ আসাদ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান, উপজেলা তাতী লীগের সভাপতি মিজানুর রহমান মাষ্টার, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম আসাদ, মহেশপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুর রহমান, মহেশপুর পৌর ছাত্রলীগের সভাপতি রেজাউল হোসেন, মহেশপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল খান, মহেশপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান সম্রাট, সাইফুল ইসলাম প্রমুখ। সভাপতির বক্তবব্যে সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ বলেন জাতির পিতা বঙ্গবন্ধুর জৈষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল ছিলেন স্বাধীন বাংলাদেশের যুব সমাজের অহংকার ও আধুনিক সাংস্কৃতিক অঙ্গন, ক্রীড়াঙ্গনের স্বপ্ন পুরুষ। স্বল্প সময়ে এই যুবনেতা বাংলা সাংস্কৃতিক অঙ্গনে অসাম্প্রদায়িক চেতনাকে শাণিত করেছেন। ক্রীড়াঙ্গনে আধুনিকতার ছাপ এনে কোটি কোটি যুবকের মনে এখনো স্বপ্ন পুরুষ হয়ে বেঁচে আছেন।