মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ বুধবার দুপুরে মহেশপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে শ্রেষ্ঠ জয়িতা’র সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাশ্বতী শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ। বিশেষ অতথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, মহেশপুর হাসপতালের মেডিকেল অফিসার আকবর নেওওয়াজ প্রমুখ।
উল্লেখ্য, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে’’জয়িতা অনুষ্ঠান বাংলাদেশ’’ অর্থনৈতিকভাবে, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য সফল জননী হিসাবে সাফল্য অর্জনের জন্য, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নুতন উদ্যোগে জীবন পরিচালনার জন্য, সমাজ উন্নয়নে অসাম্যা অবদান রাখার জন্য শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।