নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: রাজধানীর লালবাগে কাভার্ড ভ্যানচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত সানজিদা আক্তার তামান্না নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।
শুক্রবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে বেড়ীবাঁধের শামীম গার্মেন্টসের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
ধানমন্ডি থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে (পাঠাও) করে লালবাগের উদ্দেশ্যে রওনা হন সানজিদা। লালবাগ বেড়ীবাঁধ শামীম গার্মেন্টসের সামনে রাস্তায় আসলে সেখানে দ্রুতগামী এক কাভার্ড ভ্যানের ধাক্কায় পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি।
খবর পেয়ে লালবাগ থানার এসআই আক্তার হোসেন ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত সানজিদাকে উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী ক্লিনিকে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে রাত ১টার দিকে মারা যান তিনি।
নিহত সানজিদার বাবার নাম মো. আবু তাহের। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুরী উপজেলায়। রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় থাকতেন তিনি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ বর্ষে পড়তেন নিহত সানজিদা।
এ ঘটনায় কাভার্ডভ্যান চালক ও পাঠাও চালকসহ তিন জনকে আটক করেছে লালবাগ থানা পুলিশ।