নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: আজ আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা সেন্টার ফর হেয়ারিং অ্যান্ড কমিউনিকেশন ১৯৯৬ সাল থেকে উচ্চ শব্দ নিয়ে বৈশ্বিক প্রচারণার শুরু করে। ১৯৯৬ সাল থেকে এপ্রিল মাসের শেষ বুধবার দিবসটি পালিত হয়ে আসছে। সে অনুযায়ী এবার ২৬ এপ্রিল হচ্ছে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস।
শব্দদূষণ, শব্দদূষণের ক্ষতিকারক দিকসমূহ, শব্দদূষণরোধে করণীয় সম্পর্কে জনসাধারণকে সচেতন করা এবং সরকারের দায়িত্ব ও কর্তব্য তুলে ধরা এ দিবসের মূল উদ্দেশ্য। দিবসটির প্রতিপাদ্য- প্রোটেক্ট ইয়োর ইয়ার, প্রোটেক্ট ইয়োর হেলথ।
দিবসটি উপলক্ষে ‘শব্দদূষণ একটি নীরব ঘাতক’ শিরোনামে পরিবেশ অধিদপ্তর গণমাধ্যমে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে শব্দদূষণের কারণ, এর বহুমাত্রিক ঝুঁকি বা ক্ষতিকর প্রভাব ও এর দণ্ডনীয় অপরাধ বিষয়টি তুলে ধরা হয়েছে।
শব্দদূষণের কারণ
যানবাহনের অতিমাত্রায় সাধারণ ও উচ্চমাত্রার (হাইড্রোলিক) হর্নের ব্যবহার; যানবাহনের অনুসংগ হিসেবে ব্যবহৃত যন্ত্রাংশের শব্দ; শিল্প কলকারখানায় ও ওয়ার্কশপে উৎপাদিত শব্দ; বিভিন্ন প্রচারণার কাজে মাইক ও লাউড স্পিকারের শব্দ; বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বা উৎসবে লাউড স্পিকারের ব্যবহার; উচ্চ শব্দে কথা বলা ও হেড ফোনের ব্যবহার; নির্মাণ কাজ ও আবাসিক কাজে ব্যবহৃত যন্ত্রপাতি বা উপকরণের শব্দ; বিমান, রেল নৌযান কর্তৃক উৎসারির শব্দ।
শব্দদূষণের বহুমাত্রিক ঝুঁকি বা ক্ষতিকর প্রভাব
১. মাথাব্যথা ও মনঃসংযোগ নষ্ট
২. অনিদ্রা
৩. কানে কম শোনা ও আংশিক বা পুরোপুরি বধিরতা
৪. মানসিক চাপ বা সমস্যা
৫. হৃদরোগ ও উচ্চ রক্তচাপ
৬. গর্ভস্থ বাচ্চা নষ্ট বা বধির বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্ম
৭. ক্ষুধামান্দ্য, গ্যাস্ট্রাইটিস
শব্দদূষণ একটি দণ্ডনীয় অপরাধ
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ অনুসারে শব্দদূষণ একটি দণ্ডনীয় অপরাধ। প্রথমবার অপরাধের জন্য অনধিক এক মাস কারাদণ্ড বা অনধিক পাঁচ হাজার টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড। পরবর্তী অপরাধের জন্য অনধিক ছয় মাসের কারাদণ্ড বা অনধিক দশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড।