নারী ও শিশু ডেস্ক: বাচ্চার স্কুলের প্রথম দিন। ওর জীবনের একটা নতুন অধ্যায়ের শুরু। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই দিনে বাচ্চা কান্নাকাটি করছে বা মা-বাবার কাছছাড়া হতে চাইছে না! স্কুল বাচ্চার কাছে সম্পূর্ণ অচেনা এক জগৎ। সেখানে অপরিচিত মানুষদের সঙ্গে অনেকটা সময় কাটাতে হবে ওকে। তাই এই অবস্থায় ওর অসহায় বোধ করাটা খুবই স্বাভাবিক। নতুন পরিবেশে বাচ্চাকে মানিয়ে নিতে সাহায্য করায় স্কুলের পাশাপাশি বাবা-মায়ের ভূমিকাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ।
বাচ্চাকে আশ্বাস দিন যে, স্কুল শেষ হলেই আপনার সঙ্গে দেখা হবে ওর। প্রথম কয়েকদিন অফিসে যত কাজই থাকুক, নিজে ওকে স্কুলে পৌঁছে দেওয়া এবং নিয়ে আসার চেষ্টা করুন।
ছেলেবেলায় স্কুলে বন্ধুদের সঙ্গে কীরকম মজা করতেন সেই সব গল্পও শোনাতে পারেন।
স্কুলের জন্য ব্যাগ, লাঞ্চবক্স বা পেন্সিলের মতো জিনিসপত্র কেনার সময় ওর মতামত জেনে নিন। এতে ওর ব্যক্তিত্বেরও বিকাশ ঘটবে এবং স্কুলের প্রতি আগ্রহও তৈরি হবে।
স্কুলে ভর্তি করার পর থেকেই বাচ্চাকে স্বাবলম্বী হওয়ার শিক্ষা দিন। স্কুলের ব্যাগ খোলা, নিজে থেকে ইউনিফর্ম পরা, টয়লেট ট্রেনিংয়ের মতো বেসিক কিছু কাজ শিখিয়ে রাখুন। তাহলে নতুন পরিবেশের প্রতি ওর ভয় অনেকটাই কাটবে।
মা-বাবাকে ছাড়া এতটা সময় ও একা কাটিয়েছে। এটা কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট! তাই প্রশংসা করতে ভুলবেন না। বাড়ি ফিরলে, স্কুলের প্রথম দিনে কেমন কাটল সেই ব্যাপারে জানতে চান। টিচারকে কেমন লাগল, নতুন কোনও বন্ধু হল কি না খোঁজ নিন। বিশেষ এই দিনটিকে সেলিব্রেট করতে ইউনিফর্ম এবং ব্যাগ সমেত বাচ্চার একটা ছবি তুলে রাখুন।