নিউজ ডেস্ক : এবি ব্যাংক সম্প্রতি ইলেক্ট্রো মার্ট লিমিটেডের মাঝে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায়, এবি ব্যাংক ক্রেডিট কার্ডধারীরা কনকা এবং গ্রী ব্র্যান্ডের ফ্রিজ ক্রয়ের ক্ষেত্রে ১৫% পর্যন্ত ছাড় পাবেন।
এবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান ও ইলেক্ট্রো মার্ট লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুসসাফা বাবু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটিতে স্বাক্ষর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।