300X70
মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর ২০২২ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

সাদা শাপলা আর পাখির কলকাকলিতে মুখর বাফলার বিল

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ১৩, ২০২২ ৫:০১ অপরাহ্ণ

নীলফামারী প্রতিনিধি : ভোরের সুর্য ওঠার আগেই ফুঁটে আছে সারি সারি সাদা শাপলা। সকালের ঝিড়িঝিড়ি বাতাসে দুলছে ফুলগুলো। বালিহাঁস,পানকৈৗড়ী,সাদাবকসহ বিভিন্ন অতিথি পাখির আগমনে মুখর হয়ে রয়েছে পুরোবিল। একদিকে পাখির কিঁচির মিচির শব্দ অপর দিকে পুরোবিল জুড়ে সাদা শাফলা ফুলের ছড়াছড়ি। সারি সারি সাদা শাপলার সৌন্দর্য পথচারীদের মুগ্ধ করছে।

এমনি চিত্র দেখা গেছে, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা থেকে প্রায় ১৩ কিলোমিটার দুরে অবস্থিত রণচন্ডি ইউনিয়নে বাফলার বিলে। লোকমুখে শোনা যায় ওই ইউনিয়নের বাফলা গ্রামের নামেই বিলটির নামকরন করা হয়েছে বাফলার বিল নামে। প্রায় ৩৫০ বিঘা খাসভুক্ত এ বিলে বছরের বিভিন্ন সময় বিভিন্ন সৌন্দর্যের মেলা বসে।শীতের শুরুতে বসে পরিযায়ী পাখির মেলা। ডাহুক,পানকৌড়ি,সরালি,বালিহাঁসের জলকেলিসহ দেশীয় হরেক পাখির ওড়াওড়িতে মাতিয়ে তুলে পুরো বিল এলাকা।এমন মনমুগ্ধকর সবদৃশ্য উদাসি করে তুলে সববয়সি মানুষকে।বর্ষায় বসেছে সাদা শাফলার মেলা।

শুধু সৌন্দর্যের বেলাভ’মি নয়,বিলের তলদেশে সারা বছর জুড়ে থাকে পানি। শুষ্ক মৌসুমে বিলের পানি কিছুটা শুকিয়ে গেলে সেখানে বোরো আবাদসহ নানা রবি শস্যর পসরা বসে।বাকি সময় টইটু¤ু^র পানিতে ভরা বিলে থাকে হরেক প্রজাতির দেশীয় মাছের প্রাচুর্য। সারা বছর বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন স্থানীয়সহ বিভিন্নœ প্রান্তের হাজারো মৎসজীবী।সরেজমিনে দেখা যায়,বর্ষার শ্রাবণে প্রকৃতিগতভাবে ফুটেছে অজ¯্র সাদা শাফলা। আর গ্রামবাংলার অকৃত্রিম রুপ ছায়া মায়া সবই যেন ধারণ করে আছে শুভ্রতার প্রতীক এ সাদা শাপলা । যত দুর চোখ যায় ঐ দুর নীলিমায় সাদা আর সাদার ছড়াছড়ি। দৃষ্টিসীমা ছাপানো সবুজের মিতালিতে সাদা রঙের লাবণ্যর উম্মাদনায় বিলের চার পাশ মিলে মিশে একাকার।

এ যেন প্রকৃতির আঁচলে জীবন্ত হয়ে উঠা এক নকশিকাঁথার মাঠ। এমন মোহনীয়দৃশ্য গ্রামীণ পরিবেশকে এনে দিয়েছে শিল্পেরদ্যোৎনা। ইট,পাথরে চাপা পড়া গ্রামের শিশুরাও ফিরে পেয়েছে উচ্ছল মাখা শৈশব।নিমিষেই মন ছুঁয়ে যাওয়া সাদা শাপলা ভ্রমনপিপাসুদের হাতছানি দিয়ে ডাকছে। আর এ ফুলের আলিঙ্গনে মেতে উঠতে বিভিন্ন প্রান্তের প্রকৃতিপ্রেমীরা ছুটে আসছেন।নৌকা ভাড়া নিয়ে পুরো বিল উপভোগ করছেন তারা।

নৌকার মাঝি বিলপাড়ের বাসিন্দা আপন জানান,বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিনিয়ত নানা শ্রেণী পেশার মানুষ এখানে আসেন। দুর কিংবা কাছে থেকে এ বিলের সৌন্দর্য উপভোগ করেন।অনেকে স্মৃতিরফ্রেমে হন সেলফি বন্দি। ভাড়া হিসেবে যা নেয়া হয়, সংসারে বাড়তি আয় হয়। সৌন্দর্যের পদ্মে চলে অনেকের জীবন-জীবিকা।

রনচন্ডি ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান বিমান বলেন,এ বিলের ঐতিহ্য অতি প্রাচীন।প্রতি বছর এ বিলে ব্যাপক পদ্মের সমাহার ঘটে। শীতে অতিথি পাখির অভয়অরণ্যে পরিনত হয়।এলাকাটি দর্শনীয় স্থান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম বারী পাইলট বলেন, গত বছর মৎস্য অধিদপ্তর থেকে প্রায় এক কোটি টাকা ব্যায় করে বিলটি খনন করা হয়েছে। বিলটি খননের কারনে একদিকে যেমন মৎস্যজীবিরা তাদের জীবিকা নির্বাহ করতে পারবেন। অপর দিকে বিলটি খননের ফলে সেখানে অতিথি পাখির অভয়াশ্রম সৃষ্টি হয়েছে। বর্তমানে বিলটিতে সাদা শাফলা ফুটার কারনে অপরুপ সৌন্দর্য বিরাজ করছে।

উপজেলা নির্বাহী অফিসার নুর-ই আলম সিদ্দিকী বলেন, বাফলা বিলের কিছু জমি ব্যাক্তি মালিকানা দাবি করে কিছু মানুষ দখলে রেখেছে আমরা কাগজপত্র যাচাই বাছাই করে দখলকৃত জমি উদ্ধার করব। ইতিমধ্যে আমরা অনেক জমি উদ্ধারও করেছি। বাকি জমি উদ্ধার শেষে বিলের বিষয়ে সিদান্ত গ্রহন করব। তিনি আরো বলেন ইতিমধ্যে আমরা বিলের সৌন্দর্য রক্ষার্থে পানি উন্নয়ন বোর্ডের কাছে প্রস্তাবনা পাঠিয়েছি।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :