অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: দেশের নেতৃস্থানীয় ওষুধ প্রস্তুতকারক ও রপ্তানিকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড এর সম্প্রতি অধিগ্রহণকৃত কোম্পানি, সানোফি বাংলাদেশ লিমিটেডের নাম পরিবর্তন করে সাইনোভিয়া ফার্মা পিএলসি (Synovia Pharma PLC) রাখা হয়েছে। পহেলা এপ্রিল ২০২২ থেকে সানোফি’র এই নতুন নাম কার্যকর হয়েছে ।
সানোফি বাংলাদেশ লিমিটেড আন্তর্জাতিক বায়োফার্মাসিটিক্যালস কোম্পানি সানোফি এসএ’র অঙ্গপ্রতিষ্ঠান । ২০২১ সালের পহেলা অক্টোবর বেক্সিমকো ফার্মা কোম্পানিটির সিংহভাগ শেয়ার (৫৪.৬%) কিনে নিয়ে সানোফি বাংলাদেশকে অধিগ্রহণ করে। শেয়ার ক্রয়ের নীতিমালা ও বিক্রেতা কোম্পানির সাথে চুক্তির শর্ত মেনেই এই নাম পরিবর্তনের প্রক্রিয়া এগিয়ে নেয়া হয়েছে।
ফরাসি শব্দ সিনারজি (Synergie) ও ল্যাটিন শব্দ ভিয়া (Via) থেকে সাইনোভিয়া শব্দটি এসেছে। সিনারজি অর্থ collaboration বা সহযোগিতা আর ভিয়া অর্থ path বা পথ । সিনোভিয়া ফার্মা পূর্বের মতোই সানোফি এসএ’র পণ্য উত্পাদন, বাজারজাতকরণ এবং আমদানি অব্যাহত রাখবে এবং কার্ডিওলজি, ডায়াবেটিস, অনকোলজি, ডার্মাটোলজি এবং সিএনএস-এর মতো বিভিন্ন থেরাপিউটিক গ্রূপের ওষুধ সমূহ বাংলাদেশে সরবরাহ নিশ্চিত করবে ।
এর পাশাপাশি আগামী দিনগুলোতে সানোফির নতুন এবং যুগান্তকারী থেরাপি সমূহ সাশ্রয়ী মূল্যে বাংলাদেশে বাজারজাত করণের মাদ্ধমে সাইনোভিয়া বেক্সিমকো ফার্মার বেব্সায়ীক প্রবৃদ্ধি অর্জনে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে ।
বেক্সিমকো ফার্মার ম্যানেজিং ডিরেক্টর নাজমুল হাসান এমপি জানান, “সানোফি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্ব অধিগ্রহণের পর থেকেই আমরা এর ক্রেতা ও পণ্যগুলিকে একীভূত করণের দিকে মনোনিবেশ করেছি। সাইনোভিয়া ফার্মায় নাম পরিবর্তন এই প্রক্রিয়ারই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ।
আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনগুলোতে সাইনোভিয়া ফার্মা বিশ্বমানের পণ্য উৎপাদন এবং সরবরাহ অব্যাহত রেখে তার সুদীর্ঘ বেবসায়ীক সুনাম অক্ষুন্ন রাখতে সক্ষম হবে। বাংলাদেশের ক্রমবর্ধমান বাজারে সাশ্রয়ী মূল্যের চিকিত্সা ও যুগান্তকারী থেরাপি সরবরাহ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং এই লক্ষ্য অর্জনে এবং বেক্সিমকো ফার্মার দীর্ঘমেয়াদী ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।”