সংবাদদাতা, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অল্প সময়ের ব্যবধানে অনেকগুলো প্রাণীর মৃত্যুর ঘটনায় আরও এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার সরোয়ার হোসেন খানকে বদলি করা হয়েছে রাজশাহীতে।
উচ্চপর্যায়ের তদন্তের প্রয়োজনেই এ বদলি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে একই ঘটনায় পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা, ভেটেরিনারি সার্জনকে বদলি করা হয়েছিল। এর কয়েক দিন পরেই পার্কের প্রকল্প পরিচালকে সরানো হয়ে ছিল দায়িত্ব থেকে।
সব শেষ আরও এক কর্মকর্তার বদলির বিষয়টি রাতে নিশ্চিত করেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। তদন্ত কমিটিতে আরও তিনজনের সংযুক্তির বিষয়টিও জানান তিনি।
তদন্ত কমিটির প্রধান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক জানিয়েছিলেন, ১০ কার্যদিবসের মধ্যে কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে বেঁধে দেওয়া সময় শেষ হওয়ার পর বুধবার আরেক দফা আরও ১০ কার্যদিবস সময় বাড়ানো হয়েছে তদন্ত কমিটির।
তদন্ত কমিটিতে আরও তিনজনকে যুক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তদন্ত কমিটিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি অনুষদের অধ্যাপক মো. আবু হাদী নূর আলী খান,কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারের (সিডিআইএল) প্রধান গোলাম আজম চৌধুরী ও গাজীপুর জেলা প্রশাসনের একজন অতিরিক্ত জেলা প্রশাসককে যুক্ত করা হয়েছে।
রফিকুল ইসলাম বৃহস্পতিবার রাতে জানান, পার্কের কোর সাফারিতে দায়িত্ব পালনকারী ওয়াইল্ড লাইফ সুপার ভাইজার সরোয়ার হোসেন খানকে বদলি করা হয়েছে। সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মনে করেছেন বদলি প্রয়োজন তাই বদলি করা হয়েছে।
উল্লেখ্য, সাফারি পার্কের ১১ জেব্রা, একটি বাঘ ও একটি সিংহীর মৃত্যুর ঘটনায় আগেও দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছিল। তারা হলেন- পার্কে ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) মো. তবিবুর রহমান ও পার্কের ভেটেরিনারি সার্জন ডা. জুলকার নাইন মানিক। এরপর পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবিরকেও সরানো হয়েছিল দায়িত্ব থেকে।
সবশেষ একজন ওয়াইল্ড লাইফ সুপার ভাইজারকে সরানো হলো। পার্কে দুইজন সুপার ভাইজার দায়িত্ব পালন করছিলেন। একজন পার্কের কোর সাফারির আফ্রিকান সাফারিতে অন্যজন পার্কের সাফারি কিংডমের দায়িত্ব পালন করছিলেন।