300X70
শনিবার , ২৪ অক্টোবর ২০২০ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক আর নেই

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ২৪, ২০২০ ১২:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

আজ শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় ব্যারিস্টার রফিক-উল হকের অবস্থা সঙ্কটাপন্ন ছিল বলে জানিয়েছিলেন আদ-দ্বীন হাসপাতালের মহাপরিচালক ডা. অধ্যাপক নাহিদ ইয়াসমিন। সেসময় তিনি বলেন, ব্যারিস্টার রফিক-উল হক স্যারের অবস্থা অপরিবর্তিত। বার্ধক্যজনিত নানা সমস্যায় আক্রান্ত তিনি।

ব্যারিস্টার রফিক উল হক অসুস্থতার কারণে গত ১৫ অক্টোবর আদ-দ্বীন হাসপাতালে ভর্তি হন। দুদিন চিকিৎসা নিয়ে শারীরিক অবস্থা সুস্থ বোধ করলে ১৭ অক্টোবর সকালে বাসায় চলে যান। ওই দিন দুপুরে ফের অসুস্থ বোধ করলে হাসপাতালে ভর্তি হন। পরে ২০ অক্টোবর গুরুত্বর অসুস্থ হয়ে পড়ায় লাইফ সাপোর্টে নেয়া হয়।

সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের জন্ম ১৯৩৫ সালের ২ নভেম্বর কলকাতার সুবর্ণপুর গ্রামে। ১৯৯০ সালের ৭ এপ্রিল থেকে একই বছরের ১৭ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ছিলেন। তিনি ছিলেন রাষ্ট্রের ষষ্ঠ অ্যাটর্নি জেনারেল।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :