300X70
বুধবার , ১১ মে ২০২২ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

‘সিডস ফর দ্য ফিউচার’ বিজয়ীদের হুয়াওয়ের বাংলাদেশ অফিস পরিদর্শন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ১১, ২০২২ ১২:৩৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : সর্বশেষ অনুষ্ঠিত সিডস ফর দ্য ফিউচার বাংলাদেশ ফাইনাল প্রোগ্রামের বিজয়ীরা সম্প্রতি ঢাকায় অবস্থিত হুয়াওয়ে বাংলাদেশের প্রধান কার্যালয় পরিদর্শন করেছে। কার্যালয় পরিদর্শনকালে একটি বিশেষ সেশনে হুয়াওয়ের পাবলিক অ্যাফেয়ার্স ও কমিউনিকেশন্স বিভাগের প্রধান ইউইং কার্ল সামনের দিনগুলোতে তাদের ভবিষ্যৎ প্রবৃদ্ধি অর্জনের জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

বাংলাদেশের তরুণদের জন্য ট্যালেন্ট ইকোসিস্টেম তৈরি ও তাদের ভবিষ্যত উপযোগী দক্ষতার বিকাশে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজন করে হুয়াওয়ে; সিডস ফর দ্য ফিউচার এমনই একটি প্রোগ্রাম। প্রোগ্রামটি প্রতিবছর আয়োজন করা হয়। গত বছর বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থী এ প্রোগ্রামের বিজয়ী হিসেবে নির্বাচিত হয়।

এ সময় বিজয়ীদের হুয়াওয়ের অফিসের বিভিন্ন কার্যক্রম এবং সেবাসমূহ কীভাবে পরিচালিত হয় তা দেখার সুযোগ করে দেয়া হয়। যার মাধ্যমে তারা সম্পূর্ণ ভিন্নধর্মী অভিজ্ঞতা লাভ করে। হুয়াওয়ের কার্যালয় পরিদর্শনকালে বিজয়ীরা নতুন কিছু বিষয়ের সাথে পরিচিত হওয়ার সুযোগ পায়। পাশাপাশি, তারা বিশেষজ্ঞদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি নেটওয়ার্কিং ও ক্লাউড সার্ভিসের মতো বিভিন্ন আইসিটি সম্পর্কিত বিষয় সম্পর্কে জানতে পারে।

এ প্রসঙ্গে হুয়াওয়ে বাংলাদেশের ইউইং কার্ল বলেন, ‍“আমাদের প্রধান কার্যালয়ে সিডস ফর দ্য ফিউচার প্রোগ্রামের বিজয়ীদের স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

বাংলাদেশে আইসিটি ট্যালেন্টদের বিকাশে প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণে আমরা সচেষ্ট রয়েছি; যাতে তারা তথ্য প্রযুক্তি বিষয়ে জ্ঞান লাভের মাধ্যমে নিজেদের বিকাশ ঘটাতে পারেন। আমাদের আজকের এ উদ্যোগটি বিজয়ীদের এ খাতে চলমান বিভিন্ন টেকনিক্যাল ও কারিগরি বিষয় সম্পর্কে জানতে ও আইডিয়া (ধারণা) পেতে সহায়ক ভূমিকা রাখবে বলে আমি প্রত্যাশা করছি।”

উল্লেখ্য, হুয়াওয়ের ফ্ল্যাগশিপ সিএসআর প্রোগ্রাম ‘সিডস ফর দ্য ফিউচার’ শীর্ষ পর্যায়ের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত পড়ুয়া শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করে। ২০১৪ সালে বাংলাদেশে প্রথম শুরু হওয়া এ প্রোগ্রামটি যাত্রার শুরু থেকেই আইসিটি ট্যালেন্টদের মেধা বিকাশে কাজ করে চলেছে। বিশ্বের প্রায় ১৩০টি দেশে এখন পর্যন্ত এ প্রোগ্রামটি পরিচালিত হচ্ছে।

হুয়াওয়ে:
হুয়াওয়ে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। সমৃদ্ধ জীবন নিশ্চিতকরণ ও উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধির মাধ্যমে একটি উন্নত ও সংযুক্ত পৃথিবী গড়ে তোলাই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য।

নতুন উদ্ভাবনের মাধ্যমে হুয়াওয়ে একটি পরিপূর্ণ আইসিটি সল্যুশন পোর্টফোলিও প্রতিষ্ঠা করেছে, যা গ্রাহকদের টেলিকম ও এন্টারপ্রাইজ নেটওয়ার্ক, ডিভাইস এবং ক্লাউড কম্পিউটিং-এর সুবিধাসমূহ প্রদান করে। প্রতিষ্ঠানটি বিশ্বের ১৭০টির বেশি দেশ ও অঞ্চলে সেবা দিচ্ছে, যা বিশ্বের এক তৃতীয়াংশ জনসংখ্যার সমান।

এক লাখ ৯৭ হাজারের বেশি কর্মী নিয়ে বিশ্বব্যাপী টেলিকম অপারেটর, উদ্যোক্তা ও গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করে ভবিষ্যতের তথ্যপ্রযুক্তি ভিত্তিক সমাজ তৈরির লক্ষ্যে হুয়াওয়ে এগিয়ে চলেছে।

শীর্ষস্থানীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে, গত ২১ বছর ধরে বাংলাদেশের তথ্য-প্রযুক্তি শিল্প, টেলিকম অপারেটর এবং স্থানীয় অংশীদারদের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে, যার মাধ্যমে দেশের সাধারণ মানুষের কাছে তথ্য-প্রযুক্তির সেবা পৌঁছে দিয়ে ’ডিজিটাল বাংলাদেশে’র স্বপ্ন পূরণে অসামান্য ভূমিকা রেখে চলেছে প্রতিষ্ঠানটি।

এছাড়া বিভিন্ন সিএসআর কর্মসূচী পরিচালনার মাধ্যমে সামাজিক ক্ষেত্রেও নানান অবদান রাখছে হুয়াওয়ে। অগ্রযাত্রার পথে, বাংলাদেশের সাথে এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে হুয়াওয়ে।

বিস্তারিত জানতে ভিজিট করুন হুয়াওয়ের ওয়েবসাইট www.huawei.com এবং যুক্ত থাকুন আমাদের ফেইসবুক পেইজে https://www.facebook.com/HuaweiTechBD/

আরো জানতে:
http://www.linkedin.com/company/Huawei

http://www.facebook.com/Huawei
http://www.youtube.com/Huawei

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :