প্রতিনিধি, সুনামগঞ্জ : বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিট তহবিল সংগ্রহ মাস ২০২২ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাত ৮ টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এ মতবিময় অনুষ্ঠিত হয়।
জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাড. পীর মতিউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মো. সুমন মিয়া, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রজত কান্তি সোম, প্রাক্তন অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, মুক্তিযোদ্ধা অ্যাড.আলী আমজদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রেডক্রিসেন্টের আজীবন সদস্য ইলা আখন্জি, সুবিমল চন্দন, মোনায়েম পীর, কার্যনির্বাহী সদস্য এমদাদুর রহমান শাহজাহান প্রমুখ।
সিনিয়র যুব সদস্য মো. সেরুজ্জামানের পরিচাননায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় রেডক্রিসেন্টের সংক্ষিপ্ত কার্যক্রম তুলে ধরেন রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক অ্যাড. মতিউর রহমান।
তিনি বলেন, রেডক্রিসেন্টের কার্যপরিধি অনেকটা বেড়েছে। আমাদের আগের চেয়ে সক্ষমতা বেড়েছে। করোনার সময়ে পিপিই ছিলনা, তারপরও আমাদের স্বেচ্ছাসেবীরা মাস্ক পড়ে তারা মানুষের সেবা করেছে।
অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটে গিয়ে রোগীদের সেবা দিয়েছে। পাশাপাশি ত্রাণ বিতরণ করা হয়েছে। অগ্নিনির্বাপকের ব্যাপারেও যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে খবর পাওয়া মাত্র সেচ্ছাসেবীরা সেখানে ছুটে গিয়েছে। বিদেশে দালালের খপ্পরে পড়ে যারা আটকা পড়েছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার কাজও রেডক্রিডেন্ট করে থাকে।
এপর্যন্ত সুনামগঞ্জের ৪৬ জনকে দেশে ফেরত আনা হয়েছে। সরকারের যে কোনো প্রয়োজনে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবীরা। রক্তদান কার্যক্রমসহ বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবীরা।