300X70
রবিবার , ১ আগস্ট ২০২১ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

হঠাৎ মন্ত্রী এমপি কিংবা পদ-পদবি পেলেই নেতা-নেত্রী হয় না : খোকন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ১, ২০২১ ১২:৫৯ অপরাহ্ণ

জ্যেষ্ঠ প্রতিবেদক : নেতা-নেত্রী হওয়ার অনেক সাধনার ফসল। কেউ কারও দয়ায় হঠাৎ মন্ত্রী এমপি কিংবা পদ-পদবি পেয়ে গেলেই তিনি ‘নেতা কিংবা নেত্রী’ হবেন না।

এমনটাই মনে করেন প্রধানমন্ত্রীর সাবেক উপপ্রেস সচিব ও সাংবাদিক আশরাফুল আলম খোকন। শনিবার রাতে নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এ অভিমত প্রকাশ করেন তিনি।

খোকন লেখেন, ‘হেলেনা জাহাঙ্গীর কখনো আওয়ামী লীগ নেত্রী ছিলেন না। ঢাকা শহর ব্যাপী রং বেরঙের পোস্টার ছাপিয়ে আর ফেসবুকে উদ্ভট লাইভ করে তিনি অনেক আগেই আলোচিত। বছর দুয়েক হলো আওয়ামী লীগের উপকমিটিতে হয়তো কোনো কায়দা-কানুন করে তিনি ঢুকেছেন। এর মানে কি হেলেনা জাহাঙ্গীর নেত্রী হয়ে গেলেন? উনি রাজনীতি কবে কোথায় করেছেন? তিনি নিজেও দাবি করেন, তিনি সোশ্যাল ওয়ার্ক করতেন।’

প্রধানমন্ত্রীর সাবেক এই উপপ্রেস সচিব বলেন, ‘নেত্রীঅনেক বড় ও ওজনদার শব্দ। সুতরাং কেউ যদি সংবাদে কিংবা লেখায় সাবেক আওয়ামী লীগ নেত্রী লিখেন একটু সিক্সথ সেন্স কাজ করানো উচিত। কেউ লটারিতে অনেক অনেক টাকা পেয়ে গেলে যেমন আমরা তাকে ব্যবসায়ী বলি না, ভাগ্যবান বলি। ঠিক তেমনি কোনো অনুকম্পায় হঠাৎ মন্ত্রী এমপি কিংবা পদ-পদবি পেয়ে গেলেই তিনি নেতা কিংবা নেত্রী হবেন না। নেতা-নেত্রী খেতাব অনেক সাধনার ফসল।’

খোকন আরও বলেন, ‘হুদাই লিখে লিখে কাউকে এই খেতাব দিয়েন না। যাকে তাকে নেতা-নেত্রী বানিয়ে প্রকৃত নেতা-নেত্রীকে ছোট করা হয়।’

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :