300X70
বুধবার , ২৩ মার্চ ২০২২ | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

হরিণা ফেরীঘাটে ২০ হাজার ১শ কেজি জেলি যুক্ত চিংড়ি জব্দ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ২৩, ২০২২ ১১:৩৩ অপরাহ্ণ

প্রতিনিধি, চাঁদপুর : চাঁদপুরের হরিণা ফেরীঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ২০ হাজার ১শ কেজি বিষাক্ত জেলি যুক্ত চিংড়ি জব্দ করার খবর পাওয়া গেছে। গতকাল বুধবার (২৩ মার্চ) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (২২ মার্চ) রাতে বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেঃ মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর হরিনা ফেরী ঘাট এবং শরীয়তপুর আলু বাজার ফেরী ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযানে চট্টগ্রামগামী বাসের মধ্যে তল্লাশী করে প্রায় ২০ হাজার ১শ’ কেজি বিষাক্ত জেলি যুক্ত চিংড়ী জব্দ করা হয়।

তিনি আরোও বলেন, পরবর্তীতে জব্দকৃত বিষাক্ত জেলি যুক্ত চিংড়ী জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট চাঁদপুর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং স্টেশন কমান্ডার লেঃ মাশহাদ উদ্দিন নাহিয়ান এর উপস্থিতিতে মাটির নিচে পুঁতে বিনষ্ট করা হয়।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :