শেখ রাজীব হাসান, উত্তরা: রাজধানীর উত্তরার রাজলক্ষী মার্কেট এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩জন মাদক কারবারিকে আটক করেছে ঊত্তরা পশ্চিম থানা পুলিশ। ৯ই ফেব্রæয়ারি মঙ্গলবার রাত আনুমানিক ২-৩ ঘটিকা পর্যন্ত বিশেষ অভিযানের মাধ্যমে শাহীন (২৬), খাইরুল (২২) ও ইব্রাহিম (২৫) নামের তিন মাদক কারবারিকে ১৯০০ পিছ ইয়াবাসহ আটক করা হয়।
উত্তরা পশ্চিম থানার উপ-পুলিশ পরিদর্শক শাহীন রায়হান জানান, আমার সঙ্গীয় এসআই অজয় ও ফোর্সসহ (৯ ফেব্রুয়ারী) রাত ২.০০ ঘটিকা হইতে ৩.০০ ঘটিকা পর্যন্ত উত্তরা পশ্চিম থানাধীন রাজলক্ষী মার্কেট এর সামনে ঢাকা-মাওয়া মহাসড়কে অবস্থানরত অবস্থায় গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে শাহীন (২৬) খাইরুল (২২) ও ইব্রাহিম (২৫) দের গ্রেপ্তার করি তাদের দেহ তল্লাশি করে শাহিনের নিকট ১০০০পিস খাইরুলের নিকট থেকে ৮০০পিস ও ইব্রাহিম এর নিকট থেকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সর্বমোট ১৯০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করি।
এদের উভয়ের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানার মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০(কে) ধারায় মামলা রুজু করা হয়। মাদক কারবারের সাথে জড়িতদের গ্রেফতারে তদন্ত অব্যহত রয়েছে।