300X70
বুধবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আমানত মুগদা থেকে গ্রেফতার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৩:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :-রাজধানীর মুগদা এলাকায় অভিযান চালিয়ে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার হত্যা চেষ্টার মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আমানত (৩৩)কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব বলছে, গ্রেফতারকৃত আসামী আমানত মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার মশদগঞ্জ গ্রামের জব্বার খাঁনের পুত্র।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল
মঙ্গলবার দিবাগত রাত ৮ টার দিকে রাজধানীর মুগদা থানা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

আজ বুধবার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩) এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব তথ্য জানান।

এদিকে, আজ দুপুরে র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী আমানত ঘটনার সাথে জড়িত বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, আমানতের বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানায় ২০১৩ সালে একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়। ওই মামলার পর থেকে গ্রেফতারকৃত আসামী আমানত রাজধানীর মুগদাসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিল।

র‌্যাব জানিয়েছে, ওই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে ৭ বছরের সশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :