নুর রহমান, নোয়াখালী প্রতিনিধি : মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইটে নিয়োগপ্রাপ্তদের (অস্থায়ী) চাকুরী স্থায়ীকরণের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মিটারপাঠক ও বিল বিতরণকারীরা।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় জেলা প্রকাশকের কার্যালয়ের সামনের সড়কে জেলা পিচরেইট ঐক্য পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত মিটার পঠক ও বিল বিতরণকারীরা ঘন্টাব্যাপী মানববন্ধন করে।
পরে পিচরেইট ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, অর্থ সম্পাদক কামরুল হোসেন, চাঁদপুর জেলার সহসভাপতি হুমায়ুন কবির, নোয়াখালী জেলা কমিটির সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক আবু সায়েম, বেগমগঞ্জ উপজেলা কমিটির সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মোস্তফা আল মাহমুদ স্বপনের নেতৃত্বে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। এরআগে, মানববন্ধন চলাকালে এক সংক্ষিপ্ত সমাবেশে পিচরেইট ঐক্য পরিষদের নেতৃবৃন্দ জানান, আমরা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অস্থায়ী মিটারপাঠক ও বিল বিতরণকারী হিসেবে পিচরেইটে নিয়োগপ্রাপ্ত হই। গত ৫ থেকে ২৫ বছর ধরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গ্রাহক সেবার মান উন্নয়নে ঝড়, বৃষ্টি, দূর্যোগ মহামারীর মধ্যেও জীবনবাজি রেখে কাজ করে যাচ্ছি। অথচ স্থায়ী কর্মকর্তা কর্মচারীরা যে সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন, তার তুলনায় আমরা অবহেলিত ও বঞ্চিত।
করোনা মহামারীর মধ্যেও চরম ঝুঁকির মধ্যে কাজ করে যাচ্ছি, কিন্তু ফান্ডের অভাবে নিয়মিত বেতন পাই না। নামমাত্র বেতনে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি। অনেকের চাকুরির বয়স শেষ পর্যায়ে। এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের আকুল আবেদন মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইটে নিয়োগপ্রাপ্তদের (অস্থায়ী) চাকুরী স্থায়ীকরণ করে আমাদের বাঁচান।