কিশোরগঞ্জ প্রতিনিধি: ডিজাইন, সেলাই, কাটিং, সোল তৈরী, পেস্টিং, রং করা, সলিউশন করা, আপার তৈরী, ফিতায় বেনী করা, বাক্স তৈরী ইত্যাদি বিভিন্ন রকম কাজের ভিন্ন ভিন্ন কারিগররা যার যার কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। নব্বই দশকের শেষ দিকে দেশ ব্যাপী খ্যাতি অর্জন করে ভৈরবের পাদুকাশিল্প। কারিগরের দক্ষতায় এখানে তৈরি জুতা সুনাম কুরায় দেশের বিভিন্ন জেলায়। করোনা মহামারীর সময় পর ব্যবসায়ীক আঘাত আসে এখানেও। তবে করোনার প্রাদুর্ভাব কমে আসায় নতুন আশায় বুক বেঁধেছিলেন কারিগর- মািলকরা । কিন্তু সেই আশায় গুড়েবালি। সংশ্লিষ্টরা বলছেন বেড়ে গেছে সব উপকরনের দাম।
ফলে এই দুর্দিনে কারখানার ভাড়া ও শ্রমিকদের বেতন-ভাতা মেটাতে হিমশিম খেতে হচ্ছে ব্যবসায়ীদের । তাই দেশীয় শিল্পের স্বার্থে সরকারি সহায়তা চাইলেন তারা।
অন্যদিকে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত জুতার পাইকারি ব্যবসায়ীরা জানান, এখানকার উৎপাদিত জুতা খুবই উন্নত মানের এবং দেশব্যাপী এর ব্যাপক চাহিদা রয়েছে। তবে এ বছর জুতার দাম বেশী হওয়ায় বিপাকে পরেছেন তার।
ভৈরব জুতাশিল্প কারখানা মালিক সমিতির সভাপতি মোঃ আল আমিন মিয়া জানান, গেল দুই বছর করোনর কারনে জুতা শিল্পরে ব্যাপক ক্ষতি হয়েছে। এ বছর ঈদকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছিল যাতে করে গত বছর গুলোর ক্ষতি কাটিয়ে উঠতে পারি। কিন্তু এ বছর জুতা তৈরীর কাচামালা অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে।
ফলে প্রতিটি জুতা তৈরীতে উৎপাদন খরচ গড়ে ৫০/৬০টাকা বেড়ে যাচ্ছে। একারনে জুতা বিক্রি কমে গেছে। এ মূল বৃদ্ধির জন্য আমদানীকারক সিন্ডিকেটই দায়ী। বর্তমানে হুমকি মুখে থাকা এ শিল্পটিকে বাচিয়ে রাখতে সরকারের সরাসরি হস্তক্ষেপ চাই।