কুমিল্লা প্রতিনিধি : স্বাধীনতা কাপ ২০২১-২২ এর ১০ টি ম্যাচ হবে কুমিল্লা স্টেডিয়ামে। কুমিল্লা স্টেডিয়ামে স্বাধীনতা কাপের প্রথম খেলা হবে ১৩ নভেম্বর রোববার। বেলা আড়াইটায় খেলা শুরু হবে। আগামীকাল রোববার (১৩ নভেম্বর) প্রথম খেলায় অংশ নেবে শেখ রাসেল ক্রীড়া চক্র বনাম ফরটিস ফুটবল ক্লাব লিঃ।
খেলা উপলক্ষে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম মাঠ প্রস্তুত করা হয়েছে। গ্যালারী, ড্রেসিং রোমসহ সবকিছুই প্রস্তুত করা হয়েছে খেলার জন্য। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন জানান, স্বাধীনতা কাপ ২০২১-২২ এর ১০ টি ম্যাচ হবে কুমিল্লা স্টেডিয়ামে, আমরা মাঠ সহ সবকিছুই প্রস্তুত করেছি, তিনি বলেন, আবারো ফুটবল খেলায় মেতে উঠবে খেলোয়াড় ও দর্শকরা।
তিনি মাঠে এসে সকলকে খেলা দেখার আমন্ত্রন জানান। ১৪ নভেম্বর সোমবার খেলবে বসুন্ধরা বনাম ফকিরাপুল ইয়ং ম্যানস। টিকিটের মূল্য উভয় গ্যালারী ৩০ টাকা রাখা হয়েছে।