300X70
শনিবার , ২৮ আগস্ট ২০২১ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

একদিনে কোটির বেশি টিকাদান ভারতে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ২৮, ২০২১ ১২:২৭ অপরাহ্ণ

দেশের বাইরে ডেস্ক : ক’মাস আগেই মহামারি করোনাভাইরাসের তাণ্ডবনৃত্য দেখেছিল ভারত। তবে দেশটিতে এরইমধ্যে ভাইরাসটির সংক্রমণ ও মৃত্যুহার অনেকাংশে কমে এসেছে। পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে নিতে সরকার দেশজুড়ে এখন টিকাদান মহাযজ্ঞ চালাচ্ছে।

গতকাল শুক্রবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে, দেশজুড়ে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর এখনো পর্যন্ত একদিনে সর্বোচ্চ ১ কোটির বেশি টিকা দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে মোট ৬২ কোটির বেশি টিকা প্রদান করা হয়েছে বলেও দাবি মন্ত্রণালয়ের।

টিকাদান নিয়ে এমন পরিসংখ্যান প্রকাশ হওয়ার পর টিকাকরণ কর্মসূচিতে যুক্ত সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গতকাল শুক্রবার রাতে এক টুইট বার্তায় মোদি লিখেছেন, ‘আজ (শুক্রবার) রেকর্ড সংখ্য়ক টিকাকরণ হয়েছে। ১ কোটির বেশি টিকা দেওয়া হয়েছে। যারা টিকা নিয়েছেন এবং এই টিকাদান কর্মসূচিকে সফল করেছেন, সকলকে অভিনন্দন।’

শুক্রবার সন্ধ্যায় পৃথক টুইট বার্তায় দেশবাসীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া জানান, দৈনিক টিকাদানের নিরিখে ভারতে এ পর্যন্ত ৯০ লক্ষের বেশি টিকা দেওয়া হয়েছে। টুইটে তিনি লিখেন, ‘দেশবাসীকে অভিনন্দন। দৈনিক টিকাদানের সংখ্যা ক্রমেই বাড়ছে।’

পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অপর এক বিবৃতিতে জানানো হয়, দৈনিক টিকাদানের ওই সংখ্যা ৯৩ লাখ ছাড়িয়ে গিয়েছে। এরপর শুক্রবার রাত সোয়া ১০টার দিকে মন্ত্রণালয় জানায়, দৈনিক টিকাদান ১ কোটি ছাড়িয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গতকাল শুক্রবার ভারতে একদিনে ১ কোটি ৬৪ হাজার ৩২টি টিকা দেওয়া হয়েছে। যা এ পর্যন্ত দৈনিক টিকাদানের নিরিখে সবচেয়ে বেশি।

করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান নিয়ে সরকারের দেয়া তথ্য অনুযায়ী, ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে ২৩ কোটি ৭২ লক্ষ ১৫ হাজার ৩৫৩ জন টিকার প্রথম ডোজ নিয়েছেন। ২ কোটি ৪৫ লক্ষ ৬০ হাজার ৮০৭ জন পেয়েছেন দ্বিতীয় ডোজ। ৪৫ থেকে ৫৯ বছর বয়সীদের মধ্যে ১২ কোটি ৭৭ লক্ষ ২৫ হাজার ৬০ জন টিকার প্রথম ডোজ পেয়েছেন। এই বয়সীদের ৫ কোটি ২১ লক্ষ ৮৯ হাজার ৪৩২ জন পেয়েছেন টিকার দ্বিতীয় ডোজ।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

বাউবি’র এসএসসি পরীক্ষা পরিদর্শনে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার

রংপুরে প্রধানমন্ত্রীর জনসভা হবে জনসমুদ্র, বিএনপির অশান্তি সৃষ্টি দমন জনগণকে সাথে নিয়ে : তথ্যমন্ত্রী

জিরা পানিতে আসবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে

দেশের সেরা মার্চেন্ট ব্যাংক হিসেবে “স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পুরস্কার ২০২৩” পেল প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট

গোবিন্দগঞ্জের শহরগছি আদর্শ ডিগ্রী কলেজের নব-নির্মিত শহীদ মিনারের উদ্বোধন

`বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ২৫০টি উপজেলার ৯ লক্ষাধিক উপকারভোগীর কর্মসংস্থান হবে ‘

৭ই মার্চের ভাষণ নিরস্ত্র বাঙালিকে সশস্ত্র জাতিতে পরিণত করেছিল : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

তথ্য’ এখন ‘তথ্য ও সম্প্রচার’ মন্ত্রণালয়

দিনের তাপমাত্রা বাড়তে পারে ঢাকায়

লাউয়াছড়ায় উদয়ন এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

ব্রেকিং নিউজ :