300X70
রবিবার , ১ নভেম্বর ২০২০ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বুড়িমারীতে পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার মামলায় ৫ জন গ্রেফতার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ১, ২০২০ ১০:১৫ অপরাহ্ণ

মানবাধিকার কমিশনের ঘটনাস্থল পরিদর্শন

এম এ মান্নান, লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুিড়মারীতে গুজব ছড়িয়ে আবু ইউনুছ মোঃ সহিদুন্নবী নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা ও মরদেহ আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় পাটগ্রাম থানায় দায়ের করা পৃথক তিনটি মামলা আজ রোববার জেলা গোয়েন্দা শাখার নিকট হস্তান্তর করা হয়েছে।

এঘটনায় গ্রেফতার করা হয়েছে ৫জনকে। এদের-৭দিনের রিমান্ডের আবেদন করে আজ সন্ধ্যায় লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত আগামী মঙ্গলবার শুনানীর দিন ধার্য করেন।

এদিকে জাতীয় মানবাধীকার কমিশনের পরিচালক অভিযোগ ও তদন্ত আলমাহমুদ ফায়জুল কবির গাজী সালাুউদ্দীন উপ পরিচালক জাতীয় মানবাধিকার কমিশনকে সাথে নিয়ে আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি স্থানীয় জনপ্রতিনিধি প্রসাশনের কর্মকর্তা ও মসজিদ কমিটির লোকদের সাথে কথা বলেন। তিনি সাংবাদিকদের জানান ধর্মীয় অনুভুতিতে আঘাত আনার মত কোন ঘটনাই এখানে ঘটেনি। একটি মহল কোরআন অবমাননার গুজব ছড়িয়ে লোকজনদের উস্কে দিয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটিয়েছে।

তিনি আরও বলেন এঘটনায় কমিশন বিস্মিত হয়েছে। তবে যারাই ঘটনার সাথে জড়িত হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

লালমবিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা জানান, অধীকতর পর্যবেক্ষন ও কৌশলগত কারনে মামলাটি ডিবির নিকট হস্তান্তর করা হয়েছে।

এদিকে লালমনিরহাট জেলা প্রশাসনের গঠিত তিন সদস্যের একটি তদন্ত কমিটি আজ থেকে কাজ শুরু করেছে। তারা আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার পর নেয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা জানিয়েছেন লালমনিরহাট জেলা প্রসাশক মোঃ আবু জাফর। তিনি আরও জানান, সেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কোন ঘটনা ঘটেনি। একটি মহল গুজবকে কাজে লাগিয়ে এই অমানবিক ঘটানটি ঘটিয়েছে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :