ডেস্ক রিপোর্ট, বাঙলা প্রতিদিন:
রাজধানীতে আতশবাজি, চোরাই মোটরসাইকেল ও ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব-১০ পৃথক আভিযানিক দল। এরমধ্যে দক্ষিণ কেরাণীগঞ্জে ৯,২৫০ পিস আতশবাজিসহ ১ জন, দক্ষিণ কেরাণীগঞ্জ হতে চোরাই মোটরসাইকেলসহ ১ জন ও রাজধানীর যাত্রাবাড়ী হতে ১ হাজার ৮৮০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে।
র্যাব-১০ এর পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এছাড়াও র্যাব বিভিন্ন প্রকার বিস্ফোরক জাতীয় দ্রব্য উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১৩ জুলাই) বিকাল ৫ টার দিকে র্যাব- ১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানা এলাকায় একটি অভিযান চালিয়ে ৯ হাজার ২৫০ পিস বিভিন্ন প্রকার আতশবাজিসহ মোঃ হাবিব শেখ (২০) নামের ১ জনকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এদিকে, দক্ষিণ কেরাণীগঞ্জে গতকাল সোমবার (১২ জুলাই) রাত ১১ টার দিকে অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝাউবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মোঃ জুনায়েদ হোসেন (২৩) নামে একজনকে ১টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করে। এ সময় তার নিকট থেতে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অপরদিকে গতকাল সোমবার (১২ জুলাই) রাত সোয়া ৮টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল কবরস্থান রোড এলাকায় একটি অভিযান চালিয়ে ১ হাজার ৮৮০ পিস ইয়াবাসহ রাজ্জাক রবিন (৩৪) ও সোহেল মৃৃধা (৪০) নামের ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে ৩টি মোবাইল ও নগদ- ৬২ হাজার ৯শ’ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।