বাঙলা প্রতিদিন ডেস্কঃ চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার দেশের ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ ভাগ। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ৭.০৫ শতাংশ। ওই বছর পাসের হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ।
শুক্রবার (২৮ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে সকাল সাড়ে ১০টায় এ ফল প্রকাশিত হয়। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে এ ফল প্রকাশ হয়। সকাল সাড়ে ৯টয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় তার সঙ্গে ছিলেন দেশের সাধারণ ৯টি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ।
এসএসসি পরীক্ষার ফল নিয়ে মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। সেখানে তিনি জানান, শতভাগ পাস করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা এবার ২৯৭৫। একজনও পাস করেনি এমন প্রতিষ্ঠান ৫০টি। তিনি বলেন, সিলেটে বন্যার কারণে ফল খারাপ হয়েছে। আর জিপিএ-৫ বেড়েছে কারণ পড়ালেখা ভালো হয়েছে শিক্ষার্থীদের।
এ বছর ঢাকা বোর্ডে পাসের হার ৭৭.৫৫ শতাংশ। চট্টগ্রামে ৭৮.২৯, রাজশাহীতে ৮৭.৮৯, কুমিল্লায় ৭৮.৪২, যশোরে ৮৬.১৭, চট্গ্রামে ৭৮.২৯, বরিশালে ৯০.১৮, সিলেট ৭৬.০৬, দিনাজপুরে ৭৬.৮৪ ও ময়মনসিংহে ৮৫.৪৯ শতাংশ।
এ ছাড়া কারিগরি বোর্ডে এবার পাসের হার ৮৬.৩৫ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৪.৭০ শতাংশ। এবার ছাত্রদের পাসের হার ৮৭ দশমিক ১৬ শতাংশ। সেখানে ছাত্রীরা পাস করেছে ৮৭ দশমিক ৭১ শতাংশ। গত বছরের মতো এবারও জিপিএ-৫ পাওয়ার দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ৭৮ হাজার ২১৬ জন। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২৪ হাজার ৯৮০ জন এবং ছাত্রী ১০ লাখ ৫৩ হাজার ২৪৬ জন।