নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: চট্টগ্রামের আন্দরকিল্লার প্রিন্টিং প্রেসে আগুন লেগে ১০ দোকান পুড়ে গেছে। এ ঘটনায় মো. ইদ্রিস (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আন্দরকিল্লার সমবায় মার্কেটের প্রিন্টিং প্রেসের দোকানে আগুন লাগে। পরে আগুন পাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মো. ইদ্রিস নামের (৬০) ব্যক্তির মৃত্যু হয়েছে।
আন্দরকিল্লাহ এলাকার ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী জানায়, আগুনের ঘটনায় আলম ইজ্ঞিনিয়ারিংয়ের দোকানে ঘুমিয়ে থাকা মো. ইদ্রিস নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আগুন লাগার পর বের হতে না পারায় তার মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হালিম জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রিন্টিং প্রেসের দোকানের পাশে কিছু রাসায়ানিক দ্রব্যের দোকান ছিল। যার কারণে আগুন দ্রুত ছড়িয়ে যায়। এ ঘটনায় ইদ্রিস নামে একজন মারা গেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানান, প্রথমে আন্দরকিল্লার সমবায় মার্কেটে আগুন লাগে। সেখান থেকে আশপাশের তিন-চারটি প্রিন্টিং প্রেসসহ পাশের চারতলা ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের পাশাপাশি রেড ক্রিসেন্টের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে।