300X70
শুক্রবার , ২৩ ডিসেম্বর ২০২২ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

‘ছবি বানাতে ঘাটে ঘাটে দিতে হয় চাঁদা’

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ২৩, ২০২২ ৩:০৫ পূর্বাহ্ণ

# প্রয়োজনে ছবি শাহবাগ, টিএসসিসহ উন্মুক্ত স্থানে দেখানো হবে
# ‘বাংলাদেশের স্বাধীনতাহীন চলচ্চিত্র সংস্কৃতির ৫১ বছর’ শিরোনামে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের আয়োজনে জাতীয় চলচ্চিত্র সভায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম বলেন, স্বাধীন চলচ্চিত্র নির্মাণে সেন্সর বোর্ডসহ যাবতীয় বিপত্তির মুখে আমাদের আইন অমান্য করা ছাড়া আর উপায় নেই। চলচ্চিত্র বানাতে গেলে বিভিন্ন প্রতিষ্ঠান ও সমিতির সদস্য হতে হয়, ছবি বানাতে তাদের বিপুল চাঁদা দিতে হয়। এসব তো এভাবে আর চলতে পারে না।

তিনি আরো বলেন, প্রয়োজনে আমাদের ছবি শাহবাগ, টিএসসিসহ উন্মুক্ত স্থানে দেখানো হবে। আশির দশকে বিকল্প চলচ্চিত্রের যে আন্দোলন আমরা শুরু করেছিলাম তেমনি এখন চলচ্চিত্রের স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই শুরু করতে হবে।

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ-এর আয়োজনে আলোচনা সভায় ক্ষোভ প্রকাশ করে চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম এসব কথা বলেন।

বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশের চলচ্চিত্র স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের মধ্য দিয়ে ব্যক্তিগত পরিসরে এবং ওটিটিসহ নানা মাধ্যমের মধ্য দিয়ে বিকাশমান। বিগত ৫১ বছর ধরে দেশে চলমান নানা ঔপনিবেশিক আইনের নিয়ন্ত্রণ ও শাসন-এর পরেও এই বিকাশ থেমে থাকেনি। বিকাশমান এই সব নতুন সম্ভাবনার কণ্ঠরোধে তৈরি হচ্ছে আইন, নীতিমালা এবং সম্ভাব্য নিয়ন্ত্রণ সংস্থা।

গত বুধবার (২১ ডিসেম্বর) জাতীয় শিল্পকলা একাডেমিতে জাতীয় নাট্যশালার সেমিনার হলে বাংলাদেশের স্বাধীনতাহীন চলচ্চিত্র সংস্কৃতির ৫১ বছর শীর্ষক আলোচনাসভায় বক্তারা এসব মন্তব্য করেন। আলোচনাসভার আয়োজন করে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ।

সভায় মূল প্রবন্ধ উত্থাপন করেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন। প্রবন্ধে তিনি বলেন, বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনের বর্তমান বয়স প্রায় ৬০ বছর। অথচ এই আন্দোলন বাংলাদেশে কখনোই উৎসাহপূর্ণ পৃষ্ঠপোষকতা পায়নি।

তিনি আরো বলেন, প্রচলিত ঔপনিবেশিক চলচ্চিত্র সেন্সর আইনসমূহের স্থলে আমাদের যে একটি আধুনিক, উদার ও অগ্রগামী চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের দাবি তা আদতে খুব কঠিন চাওয়া। কেননা, স্বাধীনতার ৫১ বছরেও দেশে চলচ্চিত্রের স্বাধীনতা সুরক্ষায় কোনো আইন প্রণীত হয়নি এবং বিলুপ্ত করা হয়নি চলচ্চিত্র বিষয়ক কোনো কালাকানুন। বরং দেশে বিদ্যমান আইনে আমরা সরকারের, আমলাতন্ত্রের, বিভিন্ন ধর্মভিত্তিক গোষ্ঠীর আক্রমণের বিরুদ্ধে সুরক্ষার বদলে পাই নিয়ন্ত্রণ ও শাসনের মাসোহারা।

দেশের বয়স ৫১ এবং এদেশেই চলচ্চিত্র সংসদবিরোধী কালাকানুনের বয়স ৪২ বছর জানিয়ে বেলায়াত হোসেন মামুন বলেন, এই ৪২ বছরে কত সরকার এসেছে এবং বিদায় নিয়েছে কিন্তু কোনো সরকারই মনে করেনি যে চলচ্চিত্র চর্চাবিরোধী এই আইনটি একটি সভ্য দেশে থাকা উচিত নয়।

আলোচনা সভায় চলচ্চিত্র পরিচালক মহিউদ্দিন শাকের বলেন, সরকারের মন্ত্রী-আমলারা কে কী করবে সে আশায় না থেকে আমাদের নিজেদের উদ্যোগী হতে হবে। চলচ্চিত্র কেন্দ্র গঠনে আমাদের যে দাবিটি তা আরো জোরালো করতে হবে। আমরা প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে পারি; কিন্তু আমাদের সকলের দাবির ঐক্যবদ্ধ প্রতিফলন থাকতে হবে।

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি লাইলুন নাহার স্বেমির সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন চলচ্চিত্র সংসদ সংগঠক মুনিরা মোরশেদ মুন্নী, চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন রাজু, চলচ্চিত্র নির্মাতা নোমান রবিন, চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান, চলচ্চিত্র নির্মাতা পিপলু আর খানসহ বিভিন্ন চলচ্চিত্র সংসদের নেতাকর্মীরা।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

বাংলাদেশকে আরও ৯ মিলিয়ন ডলার দেবে জাপান

সাউথইস্ট ব্যাংক ওয়ার্থিং এফএক্স সার্ভিসেসের সাথে রেমিট্যান্স বিতরণ চুক্তি

শিমুলিয়া ঘাটে মোটরসাইকেলের ঢল

ভাস্কর্যের নিরাপত্তায় থাকবে সাদা পোশাকের পুলিশ; প্রয়োজনে বসবে সিসিটিভি

ডোমারে করোনায় বৃদ্ধের মৃত্যু

ব্র্যাক ইউনিভার্সিটির সাথে ‘উদ্যোক্তা ১০১’ কার্যক্রম শুরু করেছে ব্র্যাক ব্যাংক

দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের পাঁচটি শাখায় ইসলামি ব্যাংকিং উইন্ডো সেবার শুভ উদ্বোধন

স্বামী বিবেকানন্দ অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থায় বিশ্বাসী ছিলেন : মেয়র শেখ তাপস

ব্রেইন স্ট্রোকের রোগীর নতুন জীবনলাভ

ব্রেকিং নিউজ :