সংবাদদাতা, গাইবান্ধা: গাইবান্ধায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৭ জনকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে ১৩ জনকে কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শুক্রবার (৩ জুন) তৃতীয় ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে। তিনটি কেন্দ্র থেকে ওই ১৩ জনকে ডিভাইসসহ আটক করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসেন আলী জানান, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি ও গাইবান্ধা সদরে তৃতীয় ধাপে ২৩ কেন্দ্রে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিলেন ১৪ হাজার ৪৯৩ জন।
তাদের মধ্যে উপস্থিত ছিলেন ১১ হাজার ৩৩৮ জন। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৭ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।