300X70
শনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

পাহাড় ধসে মৃত্যু থামছেই না

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ১:০১ পূর্বাহ্ণ

# ১৭ বছরে ঝরেছে সাড়ে ৩শ’ প্রাণ
# পাহাড়ে বাড়ছে ঝুঁকিপূর্ণ বসবাস
# বর্ষা এলে টনক নড়ে প্রশাসনের
# কক্সবাজার শহরের ৯০ ভাগ এলাকাসহ প্লাবিত
বাঙলা প্রতিদিন ডেস্ক : পাহাড় ধসে প্রাণহানির ঘটনা থামছেই না। প্রভাবশালীদের লোভের শিকার হয়ে একে একে পাহাড় যেমন নিশ্চিহ্ন হচ্ছে, তেমনি ঘটছে প্রাণহানির ঘটনাও। গত বৃহস্পতিবার কক্সবাজারে ভারী বর্ষণে সদর উপজেলায় ও উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া চট্টগ্রামে ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের শঙ্কা দেখা দিয়েছে। সেজন্য শুক্রবার বিকেলে পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করা বাসিন্দাদের সরে যেতে করতে নগরীর বিভিন্ন জায়গায় মাইকিং করেছে জেলা প্রশাসন।

গতকাল চট্টগ্রাম অঞ্চলের জেলাগুলোতে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। সেই পূর্বাভাসের প্রতিফলন দেখা দেয় দিনভর। টানা বৃষ্টিতে নগরীর নিম্নাঞ্চলে পানি উঠে গেছে। তবে এতে জনজীবনে তেমন প্রভাব পড়েনি।
চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা আবদুল বারেক জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে শুক্রবার বিকেল তিনটা পর্যন্ত-এই ২৪ ঘণ্টায় ১১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে বেলা ১২টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৭৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।

আর শনিবার রাত পর্যন্ত এভাবে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবদুল বারেক। তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে। তবে শুক্রবার সকাল ৯টার পর থেকে বৃষ্টি বেড়েছে। বৃষ্টি শনিবার রাত পর্যন্ত হওয়ার পূর্বাভাস আছে। চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।’
সব মিলিয়ে গত ১৭ বছরে বৃহত্তর চট্টগ্রাম বিভাগ ও তার আশপাশের এলাকায় পাহাড় ধসে প্রায় সাড়ে ৩শ’ মানুষের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় প্রাণহানির পাশাপাশি আহতও হয়েছেন অনেকে। গত ২০০৭ সালে পাহাড়ধসে চট্টগ্রামে একদিনে মারা যায় ১২৭ জন।

সর্বশেষ গতকাল শুক্রবার কক্সবাজারে পাহাড় ধসে দুই পরিবারের ৬ মারা যাওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে বৃহত্তর চট্টগ্রামে গত ১৭ বছরে পাহাড়ধসে মারা গেল অন্তত ৩৫০ মানুষ।

এদিকে, পরিবেশবিদরা বলছেন, পাহাড় ব্যবস্থাপনা কমিটির সুপারিশ বাস্তবায়ন না হওয়াসহ ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিতে প্রশাসনের সমন্বিত উদ্যোগ না থাকায় পাহাড়ধসে মৃত্যু রোধ করা যাচ্ছে না। প্রশাসনের উদাসীনতা, রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের লেজুড়বৃত্তির কারণে ঝুঁকিপূর্ণ বসবাসকারী বাড়ছে। যে কারণে বছর বছর ঘটছে প্রাণহানি।

অন্যদিকে প্রশাসন বলছে, সিদ্ধান্ত বাস্তবায়নে পাহাড় মালিকদের উদাসীনতা, ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের অবেহলায় ঝুঁকিপূর্ণ বসতি সরিয়ে নেওয়া ও পুনর্বাসনে সফলতা আসছে না। উল্টো আবাসনগত সব সুযোগ-সুবিধা থাকায় পাহাড়ে বসতি বাড়ছে। বিভিন্ন সংস্থা থেকে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, নগরীতে সরকারি ছয়টি সংস্থার নিয়ন্ত্রণে রয়েছে সাতটি পাহাড়। অবৈধ দখলে থাকা এসব পাহাড়ের অধিকাংশ রেলওয়ের। অন্য পাহাড়গুলোর মধ্যে রয়েছে গণপূর্ত অধিদপ্তরের মালিকানাধীন আমবাগান এলাকার বাটালি হিলের পাহাড়, চট্টগ্রাম সিটি করপোরেশনের মালিকানাধীন টাইগার পাসের মোড়ে ইন্ট্রাকো সিএনজির পেছনের পাহাড়, লেকসিটি আবাসিক এলাকার পাহাড়, বিশ্ব কলোনী বড় পানির ট্যাংকীর পাহাড় এবং ওয়াসার মতিঝর্ণা পাহাড়। এসব পাহাড়েই অবৈধভাবে ঘর তুলে ভাড়া দিচ্ছে প্রভাবশালীরা। তুলনামূলক কম খরচে থাকা যায় বিধায় এসব ঘরে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন হতদরিদ্ররা। যে কারণেই প্রতি বছর বর্ষায় পাহাড়ধসে ঘটছে প্রাণহানি।

২০০৭ সালের ১১ জুন চট্টগ্রামে ২৪ ঘন্টায় ৪২৫ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়। ওই বৃষ্টিতে চট্টগ্রামের সেনানিবাস এলাকা, লেডিস ক্লাব, কাছিয়াঘোনা, ওয়ার্কশপঘোনা, শহরের কুসুমবাগ, মতিঝর্ণা, বিশ্ববিদ্যালয় এলাকাসহ প্রায় সাতটি এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটে। সব মিলিয়ে গত ১৭ বছরে এভাবে পাহাড়ধসে মারা গেছে আরও অন্তত সাড়ে ৩শ জন। এর মধ্যে গত ১১ জুন মারা গেছে ৩ জন, ১৯ জুন মারা গেছে ১০ জন, ২১ জুন মারা যায় ২ জন, ২৯ জুন মারা যায় ১ জন, ৩ জুলাই মারা যায় ২ জন, ১১ জুলাই মারা যায় ৪ জন, ১৭ আগস্ট মারা যায় ৩ জন ও সর্বশেষ গতকাল শুক্রবার দুই পরিবারে মারা গেছে ৬ জন।

জানা যায়, ২০০৮ সালের ১৮ আগস্ট চট্টগ্রামের লালখানবাজার মতিঝর্ণা এলাকায় পাহাড়ধসে চার পরিবারের ১২ জনের মৃত্যু হয়। ২০১১ সালের ১ জুলাই চট্টগ্রামের টাইগার পাস এলাকার বাটালি হিলের ঢালে পাহাড় ও প্রতিরক্ষা দেয়াল ধসে ১৭ জনের মৃত্যু হয়। ২০১২ সালের ২৬-২৭ জুন পাহাড় ধসে চট্টগ্রামে ২৪ জনের প্রাণহানি ঘটে। ২০১৩ সালে মতিঝর্ণায় দেয়াল ধসে দুজন মারা যায়। ২০১৫ সালের ১৮ জুলাই বায়েজিদ এলাকার আমিন কলোনিতে পাহাড় ধসে মারা যান তিনজন।

একই বছরের ২১ সেপ্টেম্বর বায়েজিদ থানার মাঝিরঘোনা এলাকায় পাহাড়ধসে মা-মেয়ে মারা যায়। ২০১৭ সালের ১২ ও ১৩ জুন রাঙামাটিসহ বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলায় পাহাড়ধসে প্রাণ হারায় ১৫৮ জন। ২০১৮ সালের ১৪ অক্টোবর নগরীর আকবরশাহ থানাধীন ফিরোজশাহ কলোনিতে পাহাড়ধসে মারা যায় চারজন। ২০১৯ সালে কুসুমবাগ এলাকায় পাহাড়ধসে এক শিশুর মৃত্যু হয়। ২০২২ সালে ১৭ জুন পাহাড়ধসে মারা যায় আরও চারজন। বিচ্ছিন্ন দু-এক বছর বাদ দিয়ে এভাবে প্রায় প্রতিবছরই বর্ষায় পাহাড়ধসে প্রাণহানির ঘটনা ঘটছে। কিন্তু এতে তেমন কোনো ভ্রুক্ষেপ নেই প্রশাসনের।

এ বিষয়ে পরিবেশবিদ অধ্যাপক ইদ্রিস আলী বলেন, ‘পাহাড়ধসে মৃত্যুর জন্য প্রশাসনের চরম নির্লিপ্ততা দায়ী। যারা পাহাড়ে অবৈধভাবে বসতি গড়ে তুলে ওই ঘরগুলো ভাড়া দেয়, প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করে না। যারা পাহাড় কাটে, পরিবেশ অধিদপ্তর তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে না। যারা শ্রমিক হিসেবে পাহাড় কাটে, তাদের ধরে নিয়ে আসে। প্রশাসন মূল অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণেই পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারী বাড়ছে। ২০০৭ সালে যেই পরিমাণ মানুষ পাহাড়ে বসবাস করতো। এখন তার চেয়ে অন্তত ১০ গুন বেশি মানুষ বসবাস করছে। প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে এভাবে পাহাড়ে বসতি বাড়বে। আর বর্ষায় পাহাড়ধসে মুত্যু বাড়তেই থাকবে।

ইদ্রিস আলী আরও বলেন, পাহাড়ে মৃত্যু রোধ করতে হলে প্রশাসনকে কারা পাহাড় কাটে, পাহাড়ে অবৈধ ঘর তুলে ভাড়া দেয় তাদের চিহ্নিত করতে হবে। কারা পাহাড়ে গ্যাস, বিদ্যুৎ, পানি সরবরাহ করে তাদের চিহ্নিত করতে হবে। এদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনলে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি কমবে। ঝুঁকিপূণ বসতি কমলে পাহাড়ধসে মৃত্যুও কমবে।

এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, ‘পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু এরপরও এটি রোধ করা যাচ্ছে না। জেলা প্রশাসন অভিযান পরিচালনা করলে ঝুঁকিপূর্ণ বসবাসকারীরা সরে যায়। কিছুদিন পর আবার তারা আগের মতো পাহাড়ে বসবাস শুরু করে। এরপর আবার পাহাড় ধসে মারা যায়। মাঝখানে আমাদের অনেক কর্মঘণ্টা নষ্ট হয়।’

জেলা প্রশাসক আরও বলেন, পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারী বাড়ার পেছনে পাহাড়গুলোর মালিকরাই বেশি দায়ি। যারা ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাস করেন, তাদেরও দায় আছে। প্রশাসন সরিয়ে নেওয়ার পর তারা কেন সেখানে পুনরায় বসবাস করতে যান। ভারী বর্ষণের খাগড়াছড়ির সিন্দুকছড়ি সড়কেও পাহাড়ধসের ঘটনা ঘটে।

 

বাঙলা প্রতিদিন২৪.কম

সর্বশেষ - খবর