300X70
মঙ্গলবার , ৯ জুলাই ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

নতুন কর্মসূচি ঘোষণার চার ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা, গণসংযোগ আজ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ৯, ২০২৪ ২:১১ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন নিউজ : নতুন কর্মসূচি ঘোষণা করে চার ঘণ্টা পর অবরোধ তুলে নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টায় নতুন কর্মসূচি ঘোষণা করে অবরোধ তুলে নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা। ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (৯ জুলাই) দেশব্যাপী বৃহত্তর ও সর্বাত্মক ব্লকেডের জন্য অনলাইন ও অফলাইনে গণসংযোগ করবেন তারা।

কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ হাসান বলেন, আমরা জুন মাস থেকেই আন্দোলন করছি। আপনাদের সময় দিচ্ছি আপনারা ভাবুন। সরকার ভেবেছিল আমরা দুর্বল হয়ে যাবো, আমাদের মনোবল ভেঙে যাবে। কিন্তু আমরা গত দুদিন ব্লকেড করে দেখিয়ে দিয়েছি আমরা কী করতে পারি।

আমাদের দাবি না মানা হলে সর্বাত্মক ব্লকেডে যাবো। সর্বাত্মক ব্লকেডের জন্য মঙ্গলবার অনলাইন-অফলাইনে গণসংযোগ করবো। তারপর বিকেলে অনলাইন প্রেস কনফারেন্সের মাধ্যমে বুধবারের কর্মসূচি জানিয়ে দেবো। এর মধ্যে ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি চলমান থাকবে। এর আগে বক্তব্য দেন আরেক সমন্বয়ক সারজিস আলম।

তিনি বলেন, যারা আমাদের দুর্বল ভাবতে চায় তাদের মনে করিয়ে দিতে চাই। ছাত্রসমাজ ঘুমিয়ে পড়েনি। যখনই প্রয়োজন হবে ছাত্রসমাজ আঠারোর মতো জেগে উঠবে। বিশ্বাস করি, একাত্তরের পরে আজকের এ ২০২৪ সালে এসে বাংলাদেশ রাষ্ট্রের আরেকটি পুনর্জন্ম প্রয়োজন।

সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা বারবার স্পষ্ট করেছি, হাইকোর্টের প্রক্রিয়া দীর্ঘমেয়াদি। আঠারোর পরিপত্র পুনর্বহাল দীর্ঘমেয়াদি। আমরা এক দফা স্পষ্ট করেছি। আপনারা আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আপনারা আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েন না। ছাত্রসমাজ এর উপযুক্ত জবাব দেবে।

এদিকে সন্ধ্যা ৭টার কিছুক্ষণ পর থেকেই সাইন্সল্যাব, বাংলামোটর, ফার্মগেট, চাঁনখারপুল, মৎস্যভবন, মিন্টুরোড, বঙ্গবাজার, পল্টন, কারওয়ান বাজারসহ অন্যান্য জায়গার অবরোধ তুলে নিয়ে শাহবাগে আসতে থাকেন আন্দোলনকারীরা।

সবাই শাহবাগে জমায়েত হলে নতুন কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়কারীরা।

বাঙলা প্রতিদিন২৪.কম

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

বিরল রেলবন্দর দিয়ে ভারত ও নেপালের সঙ্গে আমদানী-রপ্তানী কার্যক্রম ব্যহত

কালীগঞ্জে চড়া দামে গ্যাস সিন্ডার বিক্রির অভিযোগ

পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিতে সকলকে সম্পৃক্ত হতে হবে : কৃষিমন্ত্রী

ধর্ষণের পর কিশোরীকে শ্বাসরোধে হত্যা, ৪ জনের মৃত্যুদণ্ড

নিজের গরু বিক্রি করে চুরির অভিযোগে মালিক জেলে!

ক্রলিকের কনসালটেটিভ এ্যাডভাইসরি গ্রুপের প্রথম সভা অনুষ্ঠিত

এভিয়েশন ও ট্যুরিজম খাতে অবদানের জন্য সম্মাননা পেলেন ১০ নারী

বাংলাদেশ বিমান বাহিনীতে আধুনিক গ্রোব জি ১২০টিপি প্রাথমিক প্রশিক্ষণ বিমানের অন্তর্ভুক্তি

তদন্ত করছে সাত সদস্যের কমিটি, খোলা আকাশের নিচে ২ হাজার রোহিঙ্গা

মার্কিন মানবাধিকার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঘ্ঙনের কথা কোথায়?